১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭

ঢাবি ভর্তি প্রস্তুতি | গ বিভাগ | ২০১৮-১৯ সালের প্রশ্ন থেকে

ঢাবি  © লোগো

ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে সাধারণ ঢাবি গ ইউনিটের ২০১৮-১৯ সালের সমাধানসহ প্রশ্ন।

 

বাংলা

01. 'তামার বিষ' বাগধারাটির অর্থ- 

A. অত্যন্ত বিষাক্ত
B. অর্থের কুপ্রভাব 
C. চাকচিক্যময় জীবন
D. দীর্ঘস্থায়ী শত্রুতা 

02. কোন বানানটি সঠিক?  

A. আকাঙ্খা 
B. প্রতিযোগীতা 
C. মুমূর্ষু 
D. পরিণয় 

03. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? 

A. চৌরাস্তা 
B. তেপায়া
C. পঞ্চবট
D. দশগজি 

04. 'টেকে গোঁজা' বাগধারাটির অর্থ- 

A. পকেট ভারী করা 
B. ক্ষমতা পরীক্ষা করা 
C. অবহেলা করা
D. সহজে কাবু করা

05. দীনবন্ধু মিত্রের 'নীল-দর্পণ' নাটক প্রথম প্রকাশিত হয়

A. চট্টগ্রাম থেকে 
B. ঢাকা থেকে
C. কলকাতা থেকে  
D. ময়মনসিংহ থেকে 

06. 'সন্নিকৃষ্ট'- এর বিপরীত শব্দ কোনটি? 

A. বিস্তৃত 
B. বিশ্লিষ্ট 
C. দূরবর্তী 
D. বিপ্রকৃষ্ট 

07. 'এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবন যাপন করে যে' কথাটিকে এক কথায় প্রকাশ কর। 

A. যাযাবর 
B. পর্যটক 
C. পথিক 
D. অভিযাত্রী

08. আধুনিক বাংলা কবিতার 'ভোরের পাখি' কে? 

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. মাইকেল মধুসূদন দত্ত  
C. বিহারী লাল চক্রবর্তী
D. ঈশ্বরচন্দ্র গুপ্ত  

09. 'অপরিচিতা' গল্পে অনুপমের বাবার পেশা কী ছিল?  

A. চাকুরি
B. ইঞ্জিনিয়ারিং
C. ওকালতি
D. শিক্ষকতা

10. নিচের কোন শব্দটি শুদ্ধ? 

A. অন্তস্থল 
B. অন্তঃস্থল
C. অন্তস্তল 
D. অন্ততল 

11. নিচের কোনটির পুরুষবাচক শব্দ নেই?

A. ঠাকুরানী 
B. এয়ো
C. দুলাইন 
D. জেনানা 

12. মেঘনাদের পিতামহীর নাম কী? 

A. প্রমীলা 
B. চিত্রাঙ্গদা    
C. মন্দোদরী 
D. নিকষা 

13. "ধান্য তার বসুন্ধরা যার"। এই বাণীটি নিচের কোন রচনায় উদ্ধৃত হয়েছে? 
A. বিড়াল 
B. সাম্যবাদী
C. অপরিচিতা 
D. চাষার দুক্ষু  

14. 'উপর্যুক্ত'-এর সন্ধি বিচ্ছেদ কী? 

A. উপর+যুক্ত 
B. উপরি+উক্ত 
C. উপযুক্ত 
D. উপঃ+যুক্ত 

15. 'আহ্বান' শব্দের প্রমিত উচ্চারণ- 

A. আহোব্বান 
B. আহোভান 
C. আউভান
D. আওভান 

16. 'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?  

A. জল 
B. অন্ন 
C. তণ্ডুল 
D. ফলাহার 

17. 'চশমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 
A. আরবি 
B. ফারসি
C. তুর্কি 
D. পর্তুগীজ

18. আঠারো বছর বয়সে কী নেই? 

A. ঝুঁকি 
B. মন্ত্রণা 
C. সংশয় 
D. কাঁদা 

19. নূরলদীনের বাড়ি কোথায় ছিল? 

A. দিনাজপুর 
B. নওগাঁ
C. রংপুর 
D. রাজশাহী 

20. মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? 

A. স্বদেশী 
B. অসহযোগ 
C. ভাষা 
D. বুদ্ধির মুক্তি 

Answer Keys: 1.B 2.D 3. B,D 4.A 5.B 6.C 7.A 8.C 9.C 10.C 11.B 12.D 13.D 14.B 15.D 16. A 17.B 18. C19.C 20.D

English

Read the passage below and answer the questions that follow (21-25):
The earth is about 4.5 billion years old, and during its life, the climate has changed quite often and the planet has experienced an Ice Age, warming, and everything in between. Scientists agree that the Earth‟s average temperature has increased by about 1.8F over the past 200 years. It may not sound like a big change, but it will influence the earth. The earth is covered like a greenhouse, which is used by some farmers, florists, and others to grow plants. A greenhouse is a „glass-covered‟ building that absorbs the heat from the sun. It is usually very hot. Of course, the earth is not covered with glass, but the greenhouse effect refers to the retention of the sun‟s warmth in the earth‟s lower atmosphere by greenhouse gases. The greenhouse gases include mostly carbon dioxide, methane, and nitrous oxide. These gases (instead of glass) act as a blanket for the earth, helping to keep the earth warm enough to support life, at an average temperature of about 59F. An increase in the greenhouse gases causes the earth to become warmer. Think of it as a heavier blanket. The „blanket‟ is created by the gases released into the atmosphere when fossil fuels-such as oil, coal, and natural gas  are burned. 

21. A suitable title of the passage is

A. Global climate
B. The greenhouse effect
C. The long history of earth
D. The problem with fossil fuels

22. According to the passage, the Ice Age came

A. As an effect of global warming
B. After 4.5 billion years of earth‟s life
C. When greenhouses were built
D. Early in earth‟s life

23. A greenhouse is where

A. Plants are grown in a protected atmosphere
B. Plants are grown at 59F
C. Farmers grow plants because it is green
D. Carbon dioxide protects plants and flowers

24. In the past 200 years

A. The earth has seen an Ice Age, warming and everything in between
B. The earth has become very hot like a greenhouse
C. The earth has become a warmer place
D. Fossil fuels have been used for making greenhouses

25. The greenhouse gases

A. Cover the earth with a blanket of glass
B. Sharply increase earth‟s temperature
C. Keep the earth warm to sustain life
D. Reflect the sun‟s rays to the earth‟s lower atmosphere

Fill in the blanks with appropriate prepositions (questions 26-29):
26. I think he is familiar  this subject.

A. to B. for C. of D. with

27. My best friend Mazhar is named —— his greatgrandfather.

A. after B. to C. about D. from

28. Economists divide resources ——— four categories.

A. on B. into C. for D. with

29. The committee has arrived —— a decision.

A. at B. on C. in D. to

Fill in the blanks with appropriate words (questions 30-33):
30. Money seems to be the primary —— for most people.
A. effect B. hope C. motivator D. aspect

31. The young entrepreneur as well as her sales team members —— praise.

A. deserve B. deserves C. has deserved D. deserving 

32. The doctor suggested that the patient ——weight.

A. would lose B. lost C. loss D. lose

33. It was a very —— situation.

A. embarrass B. embarrassing
C. embarrassed D. embarrassment

Choose the pair that expresses a relationship similar to the one expressed by the capitalized pair (questions 34-35):
34. BRUSH:PANINTING

A. Piano: Sonata B. Body: Dance
C. Typewriter: Novel D. Chisel: Sculpture

35. DOG:LEASH

A. Belt: Buckle B. Cow: Tether
C. Bird: Cage D. Bicycle: Chain

36. Which of the following sentences is correct?

A. Paper is made of wood
B. Paper is made from wood
C. Paper is made by wood
D. Paper is made on wood

37. Choose the correctly spelt word:

A. Accelarate B. Accelerate
C. Accelerrate D. Accilarate

38. The word 'Euphemism' means

A. Stating one thing like another
B. Description of a disagreeable thing by an agreeable name
C. Contrast of words made in the same sentence
D. A statement made emphatic by overstatemen

39. Choose the antonym of the word 'NOTABLE'

A. Considerable B. Famous
C. Insignificant D. Provocative

40. Choose the synonym of the word 'FAIR'.

A. Share B. Status C. Unjust D. Impartial

Answer Keys: 21.B 22.D 23.A 24.C 25.C 26.D 27.A 28.B 29.A 30.C 31.B 32.D 33.B 34.D 35.B 36.B 37.B 38.B 39.C 40.D 

হিসাববিজ্ঞান

41. চার বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ১০ বছর আয়ুষ্কাল হবে এবং আয়ুশেষে জীবনের সমাপ্ত বছরে আনুমানিক ভগ্নাশেষ মূল্য দাঁড়াবে ৫০,০০০ টাকা। এই সরঞ্জামটির ক্ষেত্রে সরলরৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে যদি এই সরঞ্জামটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, তবে এইরূপ বিক্রয়ে কত টাকা লাভ বা ক্ষতি হবে? (Four years ago, Jhilmil Traders purchased an office equipment costing Tk. 5,00,000 which will have a life of 10 years and an estimated salvage value of Tk. 50,000 at the end of its life. The straight-line depreciation method is used for this equipment. If this equipment could now be sold for Tk. 2,50,000, what would be the amount of gain or loss on this sale?) 

A. ক্ষতি ৫০,০০০ টাকা। (Loss Tk. 50,000) 
B. লাভ-ক্ষতির কোনোটিই হবে না (No gain no loss) 
C. ক্ষতি ৭০,০০০ টাকা। (Loss Tk. 70,000) 
D. ক্ষতি ২,০০,০০০ টাকা (Loss Tk. 2,00,000)

42. গাংচিল এক্সপ্রেস ভুলক্রমে ৫০,০০০ টাকার বকেয়া সেবা আয় সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে? (Gungchil Express forgot to adjust the accrued service revenue of Tk. 50,000. What would be its impact on the financial statements?) 

A. রাজস্ব বেশি দেখানো হবে। (Revenue will be overstated) 
B. সম্পত্তি বেশি দেখানো হবে। (Asset will be overstated) 
C. নিট মুনাফা বেশি দেখানো হবে। (Net income will be overstated) 
D. দায় বেশি দেখানো হবে। (Liabilities will be overstated) 

43. কোন হিসাবটি বছরের শেষে বন্ধ করে দেয়া হয়? (Which account is closed at the end of an accounting period?) 

A. ক্রয় ফেরত (Purchase return) 
B. অনুপার্জিত রাজস্ব আয় (Unearned revenue) 
C. পুঞ্জীভূত অবচয় (Accumulated depreciation) 
D. কু-ঋণ সঞ্চিতি (Provision for bad debt) 

44. শাপলা কোম্পানির নিট চলতি মূলধন ১,৮০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫:২। উক্ত কোম্পানীর চলতি দায়ের পরিমাণ কত? (Shapla Company has a net working capital of Tk. 1,80,000 and a current ratio of 5:2. What would be the amount of its current liabilities?) 

A. ১,২০,০০০ টাকা। (Tk. 1,20,000) 
B. ৭২,০০০ টাকা। (Tk. 72,000) 
C. ৩০০,০০০ টাকা। (Tk. 300,000) 
D. ৫১,৪২৯ টাকা। (Tk. 51,429) 

45. বীথী ও চৈতী একটি অংশীদারী ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৩:২। তারা সাথীকে ১/৩ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। বীথী, চৈতী ও সাথীর মধ্যে মুনাফার নতুন অনুপাত কত হবে?

A. (6:4:5) B. (4:3:2) C. (3:2:1) D. (5:4:3) 

46. সানফ্লাওয়ার কোম্পানির দেনাদার হিসাব সম্পর্কিত তথ্যসমূহ নিচে প্রদান করছে: বিক্রয়ের পরিমাণ ১,২৫,০০০ টাকা; নগদ গ্রহণের পরিমাণ ৫০,০০০ টাকা; খদ্দেরকে বাট্টা প্রদানের পরিমাণ ২,০০০ টাকা; কুঋণের পরিমাণ ৫,০০০ টাকা। সমাপনী জের-এর পরিমাণ ৯৫,০০০ টাকা। ঐ বছরের শুরুতে দেনাদার হিসাবে কত টাকা প্রারম্ভিক জের ছিল? (The receivables control account of Sunflower Company provides the following information for a period: Sales Tk. 1,25,000; Cash received Tk. 50,000; Discount allowed to customers Tk. 2,000; Bad debt expenses amounting to Tk. 5,000 and ending balance stood to Tk. 95.000. What was the balancing figure of receivables at the beginning of the period?) 

A. ২৭,০০০ টাকা (ডে.)। [Tk. 27,000 (Dr.)] 
B. ২২,০০০ টাকা (ক্রে.)। [Tk. 22,000 (Cr.)] 
C. ১৮,০০০ টাকা (ডে.)। [Tk. 18,000 (Dr.)] 
D. ২০,০০০ টাকা (ক্রে.)। [Tk. 20,000 (Cr.)]

47. অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা- (Adjusting entries for unearned revenues-) 

A. দায় হ্রাস করে ও রাজস্ব-আয় বৃদ্ধি করে। (Decrease liabilities and increase revenues) 
B. দায় হ্রাস করে ও রাজস্ব-আয় হ্রাস করে। (Decrease liabilities and decrease revenues) 
C. সম্পত্তি বৃদ্ধি করে ও দায় বৃদ্ধি করে। (Increase assets and increase liabilities) 
D. সম্পত্তি বৃদ্ধি করে ও রাজস্ব-আয় বৃদ্ধি করে। (Increase assets and increase revenues) 

48. নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? (Which of the following is variable cost?) 

A. বিমা খরচ (Insurance expense) 
B. ব্যবস্থাপকের বেতন (Manager's salary) 
C. প্রত্যক্ষ কাঁচামাল (Direct material) 
D. যন্ত্রপাতির অবচয় (Depreciation of machinery) 

49. একটি কোম্পানির ২০১৭ সনের তথ্যসমূহ নিম্নরূপ: নিট বিক্রয় ১,৭৫,০০০ টাকা, নীট আয় ৯৫,০০০ টাকা, মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনী জের যথাক্রমে ৩,০০,০০০ টাকা এবং ৪,০০,০০০ টাকা। কোম্পানীর সম্পত্তির আবর্তন অনুপাত কত? (The following information is given for a company for the year 2017:) Net sales Tk. 1,75,000; Net income Tk. 95,000; Beginning balance and ending balance of total assets account are Tk. 3,00,000 and Tk. 4,00,000 respectively. What is the company's asset turnover ratio?) 

A. ০.২৪ (0.24)
B. ০.২৭ (0.27)  
C. ০.৫০ (0.50) 
D. ০.৫৪ (0.54) 

50. লামিয়া ট্রেডার্সের বিক্রয় ২,০০,০০০ টাকা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ১,২০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা এবং বিক্রয় ও প্রশাসনিক ব্যয় ৫৫,০০০ টাকা হলে লামিয়া ট্রেডার্সের মোট মুনাফা নির্ণয় কর। (Lamia traders had Tk. 2,00,000 in sales; Tk. 1,20,000 in cost of goods available for sale; ending finished goods inventory of Tk. 20,000; ending finished goods inventory of Tk. 20,000; selling and administrative expenses of Tk. 55,000. Determine the gross profit of Lamia Traders.) 

A. ৮০,০০০ টাকা (Tk. 80,000) 
B. ৬০,০০০ টাকা (Tk. 60,000) 
C. ২৫,০০০ টাকা (Tk. 25,000) 
D. ১,০০,০০০ টাকা (Tk. 1,00,000) 

51. অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে, নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না- (All other things remaining constant, which of the following transactions would not affect the current ratio?) 

A. স্বল্পমেয়াদি ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ। Short-term loan is issued to pay off current liabilities) 
B. বিবিধ দেনাদার হতে নগদ আদায়। (Accounts receivables are collected) 
C. বিবিধ পাওনাদারকে নগদ প্রদান। (Cash is used to pay off accounts payables) 
D. নগদে স্থায়ী সম্পত্তি বিক্রয়। (Fixed assets are sold for cash) 

52. নিচের লেনদেনের কোনটি উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না? (Which of the following transactions would not affect the balance sheet total of a firm?) 

A. মালিক কর্তৃক ৮,০০০ টাকা উত্তোলন। (Withdrawal of Tk. 8,000 by the owner.) 
B. ৩,০০০ টাকার বকেয়া খরচ পরিশোধ করা। (Payment of Tk. 3,000 accrued expense.) 
C. দেনাদারের কাছ থেকে ৪,০০০ টাকা আদায় করা। (Collection of Tk. 4,000 from debtors.) 
D. ধারে ৫০০ টাকার দ্রব্য ক্রয় করা হলো। (Purchase of goods worth Tk. 500 on account.) 

53. চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি ২০,০০০ টাকা। তার মধ্যে বিগত বছরের ৪,০০০ টাকা এবং আগামী বছরের ২,৫০০ টাকা, চলতি বছরের বকো চাঁদা ৫.৫০০ টাকা হলে আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে। (Total subscription received in the income year is Tk. 20,000. Out of this, Tk. 4,000 relates to previous year and Tk. 2,500 pertains to next year. If accrued subscription for the current year is Tk. 5,500; calculate the amount of subscription that will be shown in the Income and Expenditure Account of the current year.) 

A. ২০,০০০ টাকা (Tk. 20,000) 
B. ১৯,০০০ টাকা (Tk. 19,000) 
C. ৮,০০০ টাকা (Tk. 8,000) 
D. ২৫,৫০০ টাকা (Tk. 25,500) 

54. একটি পুরানো গাড়ীর পুনঃসংস্করণ ব্যয় উদাহারণ। (Reconditioning cost of an old car is an example of) 

A. একটি মূলধনজাতীয় খরচের (a capital expenditure) 
B. একটি বিলম্বিত মুনাফাজাতীয় খরচের (a deferred revenue expenditure) 
C. একটি মুনাফাজাতীয় খরচের (a revenue expenditure) 
D. একটি পরিচালন ব্যয়ের (an operating expenditure) 

55. নিচের তথ্যসমূহ হতে সমাপনী মজুত মাল নির্ণয় কর: প্রারম্ভিক মজুতমাল ১,৬০,০০০ টাকা, ক্রয় ৮৬,০০০ টাকা, ক্রয় ফেরত ৪,০০০ টাকা, বিক্রয় ১,৪০,০০০ টাকা। ক্রয়মূল্যের উপর মার্ক-আপ ২৫% হারে। (Determine the value of ending inventory from the following information: Beginning inventory Tk. 1,60,000; Purchase Tk. 86,000; Purchase return Tk. 4,000; Sales Tk. 1,40,000. The rate of mark-up on cost is Tk. 25%.) 

A. ১,৩৭,০০০ টাকা (Tk. 1.37,000) 
B. ১,৩০,০০০ টাকা (Tk. 1.30,000) 
C. ১,১২,০০০ টাকা (Tk. 1.12,000)
C. ১,১২,০০০ টাকা (Tk. 1.12,000) 
D. ১.০২,০০০ টাকা (Tk. 1.02,000) 

56. একটি কোম্পানির উদ্বৃত্ত পত্র প্রস্তুতকালে হিসাব বিজ্ঞানের নিচের কোন ধারণাটি গণ্য করা হয় না? (While preparing balance sheet of a firm, which one of the following accounting concepts is NOT considered?) 

A. ঐতিহাসিক ব্যয় ধারণা (Historical cost concept) 
B. চলমান প্রতিষ্ঠান ধারণা (Going concern concept) 
C. পুর্ণ-প্রকাশ ধারণা (Full disclosure concept) 
D. মিলকরণ নীতি (Matching concepts) 

57. বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত টাকা কোন হিসাবে স্থানান্তর করতে হবে? (In which account the balance of share forfeiture account is to be transferred after re-issue of forfeited shares?) 

A. রাজস্ব সঞ্চিতি হিসাব (Revenue Reserve Account) 
B. সংরক্ষিত মূলধন হিসাব (Reserve Capital Account) 
C. মূলধন সঞ্চিতি হিসাব (Capital Reserve Account) 
D. শেয়ার আবণ্টন হিসাব (Share Allotment Account) 

58. নিচের কোনটি রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে? (Which of the following affects the agreement of a trial balance?) 

A. করিম এন্ড সন্স থেকে ক্রয়কৃত পণ্য ৪৪০ টাকার পরিবর্তে উভয় হিসাবে ৪০৪ টাকা লেখা হয়েছে। (Purchase of Tk. 440 from Karim & Sons entered in both accounts as Tk. 404.) 
B. পেট্রল খরচ মোটর গাড়ি হিসাবে দেখানো হয়েছে। (Petrol expenses entered in motor vehicles account.) 
C. তাহের এন্ড সন্স-এর কাছে ২৫০ টাকার পণ্য বিক্রয় সম্পূর্ণভাবে হিসাব থেকে বাদ পড়েছে। (Sale of goods Tk. 250 to Taher & Sons completely omitted from books.) 
D. বিদ্যুৎ খরচ ৫০০ টাকা শুধু নগদান বহিতে লেখা হয়েছে। (Electricity expense Tk. 500 recorded only in cash book)

59. একটি যন্ত্রের ক্রয়মূল্য ৭,০০,০০০ টাকা। ইহার পরিবহণ খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ৫০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা। যন্ত্রটির প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর সহ ভগ্নাশেষ মূল্য ৩৫,০০০ টাকা। যন্ত্রটির প্রথম বছরের অবচয় খরচ কত দাঁড়াবে; যদি অবচয় ধার্য্যের বেলায় ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতি অনুসরণ করা হয়? (The purchase price of a machine is Tk. 7,00,000. Its carrying cost and erection cost are Tk. 50,000 and Tk. 20,000 respectively. Expected life of the machine is 4 years with salvage value of Tk. 35,000. What would be the amount of depreciation expense in the first year of the machine if Reducing Balance Method is followed for charging depreciation?) 

A. ৩,৮৫,০০০ টাকা (Tk. 3,85,000) 
B. ১,৯২,৫০০ টাকা (TK. 1,92,500) 
C. ৯৬,২৫০ টাকা (TK. 96,250) 
D. ২,৮৫,০০০ টাকা (TK. 2,85,000) 

60. 'কমিশন অগ্রিম পাওয়া গেল লেনদেনটির জাবেদা হবে: (Journal entry of the transaction 'Commission received in advance' will be:) 

A. প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন আয় ক্রেডিট (Commission receivable Dr., Commission revenue Cr.) 
B. নগদান হিসাব ডেবিট, কমিশন আয় ক্রেডিট (Cash Dr., Commission revenue Cr.) 
C. নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত কমিশন আয় ক্রেডিট (Cash Dr., Unearned commission revenue Cr.) 
D. নগদান হিসাব ডেবিট, প্রাপ্য কমিশন ক্রেডিট (Cash Dr., Commission receivable Cr.) 

Answer Keys: 41.C 42. সঠিক উত্তর নেই 43.Α 44.A. 45.Α 46.Α 47.A 48.C 49.C 50.D 51. A, B 52.C 53.B 54.A 55.B 56.D 57.C 58.D 59.A 60.C

ব্যবসায় নীতি

61. একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত অধিকার যে আইন দ্বারা পরিচালিত হয় তাকে বলে- (The right of a company with respect to its name or logo are governed by the law of.) 

A. প্যাটেন্টস (Patents) 
B. ট্রেডমার্কস (Trademarks) 
C. কপিরাইটস (Copyrights) 
D. ট্রেড সিক্রেটস (Trade secrets) 

62. আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থাপর হাতিয়ার হিসেবে নিম্নের কোনটি ব্যবহৃত হয় না? (Which of the following mechanisms is NOT used as a tool to control imports and exports?) 

A. লাইসেন্সিং (Licensing) 
B. শুল্ক আরোপ (Imposition of duty)
C. কোটা নির্ধারণ (Fixation of Quota) 
D. বহন পত্র (Bill of Lading) 

63. উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল গ্রহণ করে কিভাবে? (How does an entrepreneur adopt new strategy in production process?) 

A. অধ্যবসায়ের মাধ্যমে (Through perseverance) 
B. শ্রমের মাধ্যমে (Through labour) 
C. উদ্ভাবনী শক্তির মাধ্যমে (Through innovation) 
D. মূলধন গঠন করে (Formation of capital) 

64. ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি? (Which one is the legal element of business environment?) 

A. আন্তর্জাতিক সম্পর্ক (International relations) 
B. সার্বভৌমত্ব (Sovereignty) 
C. শিল্পনীতি (Industrial Policy)
D. সরকার ব্যবস্থা (Government System)

65. যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনোরূপ কর্তৃত্ব আরোপ করে না, তাকে বলে: (The leader who allows the employees to work independently and imposes no authority on the work of employees is called:) 

A. অংশগ্রহণমূলক নেতা (Participative Leader) 
B. গণতান্ত্রিক নেতা (Democratic Leader) 
C. স্বেরাচারী নেতা (Autocratic Leader) 
D. লাগামহীন নেতা (Laissez-faire Leader)

 66. "জোড়া-মই-শিকল" নীতি নিম্নের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? (Which one of the following is related to Scalar Chain Principle?) 

A. নিয়মানুবর্তিতা (Discipline) 
B. কর্তৃত্ব প্রবাহ (Flow of authority) 
C. কর্তৃত্ব অর্পণ (Delegation of authority) 
D. ভারসাম্য রক্ষা (Maintaining balance)

67. দ্বৈত বিমার ধারণাটির প্রযোজ্য ক্ষেত্র: (The concept of double insurance is applicable to:

A. নৌ বিমা (Marine insurance) 
B. জীবন বিমা (Life insurance) 
C. অগ্নি বিমা (Fire insurance) 
D. রপ্তানি বিমা (Export insurance) 

68. কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? (Who is the innovator of functional organization?) 

A. এফ. ডব্লিউ, টেইলর (F.W. Taylor) 
B. জে. এল. লুন্ডি (J. L. Lundy) 
C. হেনরি ফেয়ল (Henry Fayol) 
D. নিউম্যান (Newman) 

69. নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি নয়? (Which one of the following is NOT a statutory company?)

A. জীবন বিমা কর্পোরেশন (Jiban Bima Corporation) 
B. টিসিবি (TCB) 
C. ওয়াসা (WASA) 
D. পূবালি ব্যাংক লি. (Pubali Bank Ltd.) 

70. কোন ধরনের অংশীদার লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে তার সুনাম ব্যবহার করার অনুমতি দেয়? (Which kind of partner allows using his/her goodwill in business in exchange of profit or salary?) 

A. ঘুমন্ত অংশীদার (Dormant partner) 
B. নামমাত্র অংশীদার (Nominal partner) 
C. সীমাবদ্ধ অংশীদার (Limited partner) 
D. আপাতদৃষ্টিতে অংশীদার (Quasi partner) 

71. একটি ব্যবসায়ের SWOT বিশ্লেষণ '০' দ্বারা বুঝায়: (In SWOT analysis of a business, the 'O' stands for :) 

A. Objectives
B. Obstacles 
C. Opportunity  
D. Overcome 

72. সমবায়ের একজন সদস্য সর্বোচ্চ শতকরা কতভাগ শেয়ার ক্রয় করতে পারে? (What is the maximum percentage of share a member of cooperative can buy?) 

A. ১০% (10%) 
B. ১৫% (15%)
C. ২০% (20%) 
D. ২৫% (25%)  

73. সিদ্ধান্ত গ্রহণের প্রথম পদক্ষেপ কোনটি? (Which one is the first step of decision making?) 

A. সমস্যা চিহ্নিতকরণ (Identifying problem) 
B. মাপকাঠি নির্ধারণ (Determining standard) 
C. পরীক্ষণ (Testing) 
D. বিকল্পসমূহ উদ্ভাবন (Generating alternatives) 

74. মাসলোর চাহিদা তত্ত্ব অনুসারে 'স্বীকৃতি' নিচের কোন ধরনের চাহিদা? (According to Maslow's Need Hierarchy Theory, what type of need 'RECOGNBITION' is?) 

A. আত্মবিকাশ (Self-actualization needs)
B. সামাজিক চাহিদা (Social needs) 
C. অহম চাহিদা (Esteem needs) 
D. জৈবিক চাহিদা (Physiological needs)

 

75. নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কোনটি? (Which one is the main objective of control?)

A. কর্মীদেরকে শাসন করা (To rule the employees)
B. ভুল শুনাক্ত করা (To identify the mistakes) 
C. কর্মীদেরকে সংশোধন করা (To correct the employees) 
D. পরিকল্পনা অনুযায়ী সবকিছু হচ্ছে কি না তা দেখা (To see whether everything is going on as per plan) 

76. প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? (What is the maximum number of members in a Private Limited Company?) 

A. ২০ (20) 
B. ৫০ (50)
C. ৭ (7)  
D. অসীম (Unlimited) 

77. নিয়ন্ত্রণের মূল ভিত্তি কী? (Which one is the main foundation of control?) 

A. উপযুক্ততা (Preciseness) 
B. আদর্শমান (Standard) 
C. বোধগম্যতা (Understandability) 
D. সরলতা (Simplicity) 

78. কোনটি স্মারকলিপির একটি উপাদান? (Which one is a content of Memorandum of Association?) 

A. কোম্পানির উদ্দেশ্য (Objective of company) 
B. শেয়ারহোল্ডারদের অধিকার (Rights of shareholders) 
C. লাভ্যাংশ ঘোষণা পদ্ধতি (Dividend declaration method) 
D. পরিচালক নির্বাচন (Election of director) 

79. আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়? (Which one is used as a certificate of ownership in international business?) 

A. চার্টার পার্টি (Charter Party) 
B. ঋণপত্র (Letter of Credit)
C. এন্ট্রি বিল (Bill of Entry) 
D আকাশ পথের বিল (Airway Bill)

80. নিম্নের কোন ব্যবসায়ের নিবন্ধন ঐচ্ছিক? (Registration of which company of the following is optional?) 

A. সমবায় সমিতি (Cooperative Society) 
B. পাবলিক লিমিটেড কোম্পানি (Public Limited Company) 
C. প্রাইভেট লিমিটেড কোম্পানি (Private Limited Company) 
D. অংশীদারি কারবার (Partnership Business) 

Answer Keys: 61.B 62.D 63.C 64.C 65.D 66.B 67.B 68.A 69.D 70.B 71.C 72.C 73.A 74.C 75.D 76.B 77.Β 78.A 79.C 80.D

মার্কেটিং

81. নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত? (Which of the following is considered to be an element of marketing promotion?) 

A. সেবাসমূহ (Services) 
B. ব্র্যান্ড নাম (Brand name) 
C. অবস্থান (Location) 
D. প্রত্যক্ষ বাজারজাতকরণ (Direct marketing) 

82. পাইকারি ব্যবসায়ের প্রসারমূলক কাজ কোনটি? (Which one is the promotional activity of wholesale business?) 

A. বিজ্ঞাপন (Advertising) 
B. প্রচার (Publicity) 
C. বিক্রয় প্রসার (Sales promotion) 
D. জনসংযোগ (Public relations) 

83. বাজারজাতকরণে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়? (Which one is given the highest importance in marketing?) 

A. ভোক্তা (Consumer) 
B. পণ্য (Product) 
C. মূল্য (Price) 
D. স্থান (Place) 

84. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? 

A. রূপগত উপযোগ (Form utility) 
B. সময়গত উপযোগ (Time utility) 
C. স্থানগত উপযোগ (Place utility) 
D. স্বত্বগত উপযোগ (Possession utility)

85. কোনো কিছু থেকে ভোক্তার বঞ্চনার অনুভূতিকে বলা হয়-(State of deprivation felt by a consumer about something is called-) 

A. অভাব (Want) 
B. প্রয়োজন (Need)
C. চাহিদা (Demand)  
D. যোগান (Supply) 

86. টুথপেস্ট কোন ধরনের পণ্য? (What type of product is toothpaste?) 

A. বিশিষ্ট পণ্য (Specialty Product) 
B. অযাচিত পণ্য (Unsought Product) 
C. সুবিধাজনক পণ্য (Convenience Product) 
D. জরুরি পণ্য (Emergency Product) 

87. নিচের কোনটি বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্পর্কিত নয়? (Which one of the following is not related to the fundamental concept of marketing?) 

A. বাজার (Market) 
B. মুনাফা (Profit) 
C. বিনিময় (Exchange)
D. চাহিদা (Demand) 

88. যেসব পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখামাত্র ভোক্তাগণ ক্রয় করে সেগুলোকে বলা হয়- (Products which are bought by consumers without prior plan and just on sight are called-) 

A. সুবিধাজনক পণ্য (Convenience products) 
B. শপিং পণ্য (Shopping products) 
C. জরুরি পণ্য (Emergency products) 
D. লোভনীয় পণ্য (Impulse products) 

89. সামাজিক বাজারজাতকরণ মতবাদ কোন ধারণা বহন করে? (Which kind of idea is held by the societal marketing concept?) 

A. টেকসই বাজারজাতকরণ (Sustainable marketing)
B. ক্রেতা ভ্যালু সরবরাহ (Customer value delivery) 
C. বাজারজাতকরণ প্রক্রিয়া (Marketing process) 
D. ক্রেতামুখী বাজারজাতকরণ (Customer focused marketing) 

90. নিচের কোনটি স্টাইলের সাথে সম্পর্কযুক্ত? (Which of the following is related to style?) 

A. উচ্চ গুণগত মান (High Quality)
B. আই ক্যাচিং (Eye-Catching) 
C. পণ্য নকশা (Product Design) 
D. অধিকতর মনোযোগ (More Attention) 

91. বাজারজাতকরণের বিক্রয় মতবাদে প্রধানত গুরুত্ব আরোপ করা হয় (Selling concept of marketing mainly emphasizes on) 

A. পণ্যের মূল্য (Price of product) 
B. পণ্যের গুণাগুণ (Quality of product
C. পণ্যের প্রসার (Promotion of product) 
D. পণ্যের বণ্টন (Distribution of product) 

92. কোনটি বাজারজাতকরণ পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য উপাদান? (Which one is the uncontrollable element of marketing environment?) 

A. প্রতিযোগিতা (competition) 
B. ক্রেতা (customer) 
C. প্রযুক্তি (technology) 
D. সরবরাহকারী (supplier) 

93. নিচের কোনটি শিল্প পণ্যের বাজারজাতকরণ বৈশিষ্ট্য? (Which of the following is a marketing characteristic of industrial goods?) 

A. ক্ষুদ্র একক ক্রয় (Small unit purchase) 
B. বিক্রয়োত্তর সেবা (After-sales service) 
C. বিস্তৃত বাজার (Extended market) 
D. ব্যাপক ভোক্তা প্রমোশন (Huge consumer promotion) 

94. একজন নির্দিষ্ট বাজারজাতকারি কর্তৃক বিক্রীত পণ্য আইটেমসমূহের তালিকাকে বলা হয়- (A list of all the product items sold by a particular marketer is called-)

A. পণ্য সারি (product line) 
B. পণ্য মিশ্রণ (product mix) 
C. পণ্য রণকৌশল (product strategy)  
D. পণ্য সমাহার (product assortment)

95. বাংলাদেশে ব্যবসায়ের ক্ষেত্রে কোন মতবাদটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? (Which concept is mostly followed in the business arena of Bangladesh?) 

A. পণ্য মতবাদ (Product concept) 
B. বিক্রয় মতবাদ (Selling concept) 
C. উৎপাদন মতবাদ (Production concept) 
D. সামাজিক বাজারজাতকরণ মতবাদ (Societal marketing concept) 

96. নিচের কোনটি বহুশাখা বিপণির উদাহরণ? (Which of the following is an example of multiple shop?) 

A. আলমাস (Almas) 
B. মোস্তফা মার্ট (Mustofa Mart) 
C. বাটা (Bata) 
D. আগোরা (Agora) 

97. নিচের কোন পণ্যটি নিম্নমূল্য সংবেদনশীলতার সাথে সম্পর্কযুক্ত? (Which of the following products is involved in low price sensitivity?) 

A. সুবিধাজনক পণ্য (Convenience Products) 
B. শপিং পণ্য (Shopping Products) 
C. বিশিষ্ট পণ্য (Specialty Products) 
D. অযাচিত পণ্য (Unsought Products) 

98. কোনো কাজ বা সুবিধা যা একপক্ষ অপর পক্ষকে প্রদান করতে পারে এবং যা মালিকানার কোন পরিবর্তন করে না তাকে বলা হয়- (Any activity or benefit that one party can offer to another and which does not result in the ownership of anything is called-) 

A. দ্রব্য (Goods) 
B. সেবা (Services) 
C. ধারণা (Ideas) 
D. তথ্য (Information) 

99. নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত দিক? (Which of the following is the behavioral dimension of consumer market segmentation?) 

A. পেশা (Profession) 
B. শিক্ষা (Education) 
C. আনুগত্য (Loyalty) 
D.জীবন ধাঁচ (Life style)

100. নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? (Which of the following is not an element of marketing mix?)  

A. পণ্য (Product) 
B. মূল্য (Price)
C. পলিসি (Policy)
D. স্থান (Place)  

Answer Keys: 81.D 82.C 83.A 84.В 85.В 86.C 87.B 88.D 89.B 90.C 91.C 92.C 93.B 94.B 95.C 96.C 97.C 98.B 99.C 100.C

ফিন্যান্স এবং ব্যাংকিং

101. নিচের কোনটি সম্পদ সর্বাধিকরণের নির্দেশক ? (Which one of the followings is the indicator of wealth maximization?) 

A. শেয়ারের ভবিষ্যৎ মূল্য (Future value of Share) 
B. শেয়ারের অন্তর্নিহিত মূল্য (Intrinsic value of share) 
C. শেয়ারের নিট সম্পদ মূল্য (Net asset value of share) 
D. শেয়ারের বর্তমান বাজার মূল্য (Present market value of share) 

102. নিচের কোনটি অর্থায়নের নীতি নয়? (Which one of the following is NOT a principle of Finance?) 

A. তারল্য নীতি (Principle of Liquidity) 
B. অর্থের সময় মূল্য নীতি (Principle of Time value of Money) 
C. ক্ষতিপূরণের নীতি (Principle of Compensation) 
D. বৈচিত্র্যায়ন নীতি (Principle of Diversity) 

103. আর্থিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন বিষয়কে বিবেচনা করা হয় না? (Which one of the following aspects in not taken into account while making decisions of financial management?) 

A. বার্ষিক নিট আয় (Annual net profit) 
B. নিট নগদ প্রবাহ ((Net cash flow) 
C. অর্থের সময় মূল্য (Time value of money) 
D. ঝুঁকি (Risk) 

104. নিচের কোন কারণে ব্যবসায়ে আর্থিক ঝুঁকির উদ্ভব হয়? (Which one of the following reasons invites financial risk into a business?) 

A. স্থায়ী পরিচালন ব্যয় বৃদ্ধি (Increase of fixed operating cost) 
B. পণ্যের চাহিদা হ্রাস (Decrease of product demand) 
C. ঋণ-মূলধন বৃদ্ধি (Increase of debt-capital) 
D. পণ্যের বিক্রয় মূল্যের অধিক মাত্রায় তারতম্য (high volatility in the selling price of the product) 

105. একজন বিনিয়োগকারীক কোন নীতিটি ঝুঁকি হ্রাস করণে সাহায্য করতে পারে? (Which principle can help an investor to reduce risk?) 

A. অর্থায়নের আদর্শ নীতি (Ideal Principle of Financing) 
B. লভ্যাংশ নীতি (Dividend Policy) 
C. তারল্য নীতি (Principle of Liquidity) 
D. বৈচিত্র্যায়ন নীতি (Principle of Diversity) 

106. নিম্নের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? (Which of the following is a source of internal financing?) 

A. ব্যবসায় ঋণ (Trade credit) 
B. ব্যাংক ঋণ (Bank loan) 
C. বন্ধক (Mortgage) 
D. সংরক্ষিত মুনাফা (Retained earnings) 

107. নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বাধিক? (Which of the following sources bears the highest financing cost?) 

A. ডিবেঞ্চার (Debenture) 
B. বন্ড (Bond) 
C. সংরক্ষিত মুনাফা (Retained earnings) 
D. সাধারণ শেয়ার (Common share) 

108. যদি কর হার হ্রাস পায়, ঋণের খরচ প্রকৃত অর্থে (If tax rate is decreased, the cost of debt in real sense will) 

A. হ্রাস পাবে (decrease) 
B. বৃদ্ধি পাবে (increase) 
C. অপরিবর্তিত থাকবে (remain unchanged) 
D. উঠা-নামা করবে (fluctuate) 

109. নিচের কোনটি মূলধন ফেরত সময় পদ্ধতির অসুবিধা? (Which of the following is/are disadvantage(s) of pay-back period method?) 

A. মূলধন ফেরত সময়ের পরবর্তী নগদ প্রবাহগুলো বিবেচনা করে না। (Does not consider cash flows after pay-back period)
B. স্বল্প-মেয়াদি প্রকল্পকে সমর্থন করে না। (Does not favour short-term project)
C. অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না। (Does not consider the time value of money)
D. A এবং C উভয়ই। (Both A and C) 

110. নিচের কোন কারণটির জন্য ব্যবসায়ে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায়? (Which one of the following reasons causes to increase the financial risk of a business?) 

A. যদি সাধারণ শেয়ার ইস্যু করা হয়। (If common shares are issued) 
B. যদি ডিবেঞ্চার ইস্যু করা হয়। (If debentures are issued)
C. যদি সংরক্ষিত মুনাফা বৃদ্ধি পায়। (If retained earnings inssued) 
D. যদি রাইট শেয়ার ইস্যু করা হয়। (If right shares are issued) 

111. মূলধন বাজেটিং-এর নীট বর্তমান মূল্য পদ্ধতি ও আন্তঃ আয়-হার পদ্ধতির মধ্যে পার্থক্য মূলত: (A key difference between the net present value technique and the internal rate of return technique for capital budgeting is that:) 

A. নিট বর্তমান মূল্য পদ্ধতির অপেক্ষাকৃত সহজ নিরূপণ। (the net present value is easier to calculate.) 
B. উভয়ই ভিন্ন প্রকৃতির নগদ প্রবাহ ব্যবহার করে। (they use different cash flows.) 
C. উভয়ই ভিন্ন সময়কাল ব্যবহার করে। (they use different time periods.)
D. উভয় ক্ষেত্রে পুনঃবিনিয়োগ হার ভিন্ন ধরা হয়। (they have different reinvestment rate assumption.) 

112. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় সম্পত্তি হিসেবে বিবেচিত হয়? (Which one of the following is treated as the largest asset in commercial banks?) 

A. বাংলাদেশ ব্যাংকে জমাকৃত নগদ তহবিল (Cash at Bangladesh Bank) 
B. স্থায়ী সম্পত্তি (Fixed Assets) 
C. ঋণ ও অগ্রিম (Loans and advances) 
D. স্বল্প-নোটিশে ফেরতযোগ্য ঋণ (Money at call and short notice)

113. নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয় না? (Which of the following is NOT used as an alternative to currency?) 

A. স্বল্প-নোটিশে ফেরতযোগ্য ঋণ (Money at call and short notice) 
B. পে-অর্ডার (Pay-order) 
C. ভ্রমণকারীর চেক (Traveler's cheque) 
D. প্রাইজ বন্ড (Prize bond) 

114. ডেবিট এবং ক্রেডিট কার্ড সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয়? (Which one of the following statements is NOT true about debit and credit cards?) 

A. ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা উত্তোলন করা যায়। (Debit and credit Cards are used to withdraw money from ATMs) 
B. ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করা যায়। (Debit and Credit Cards are used to shop) 
C. ডেবিট এবং ক্রেডিট কার্ড প্লাষ্টিক কার্ড। (Debit and Credit Cards are plastic cards) 
D. ডেবিট এবং ক্রেডিট কার্ড-এর হিসাবে টাকা থাকা প্রয়োজন। (Balance is needed in account for both Debit and Credit Cards) 

115. নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়? (Which of the following is NOT a negotiable instrument?) 

A. ব্যাংক ড্রাফ্ট (Bank Draft) 
B. ব্যাংক নোট (Bank Note) 
C. বিনিময় বিল (Bill of Exchange) 
D. প্রতিজ্ঞাপত্র (Promissory Note) 

116. একটি পে-অর্ডারের মেয়াদ কতদিন? (How long a pay- order is valid for?) 

A. ১৮০ দিন। (180 days) 
B. ৯০ দিন। (90 days) 
C. কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। (No specific validity)
D. ১ বছর। (1 year)

117. 'Jettison' বলতে কী বোঝায়? (What is meant by Jettison?)

A. পণ্য ক্রয় (Goods purchase) 
B. পণ্য বোঝাই (Goods loading) 
C. পণ্য স্থানান্তর (Goods shipment) 
D. পণ্য নিক্ষেপ (Goods throwing) 

118. দ্বৈত বিমার ধারণাটি প্রয়োগের ক্ষেত্র: (The concept of double insurance is applicable to:) 

A. নৌ-বিমা (Marine insurance) 
B. জীবন বিমা (Life insurance) 
C. অগ্নি বিমা (Fire insurance) 
D. শস্য বিমা (Crop insurance) 

119. নিচের কোন পদ্ধতির বিমায় বিমা গ্রহীতা ও বিমাকারী উভয়ই বিমা কোম্পানি? (Under which of the following categories of insurance, both the insurer and the insured are insurance companies?) 

A. সহ-বিমা (Co-insurance) 
B. পুনঃবিমা (Re-insurance) 
C. যুগ্ম বিমা (Joint insurance) 
D. গোষ্ঠী বিমা (Group insurance) following is the oldest central bank?) 

120. নিচের কোনটি সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক? (Which of the following is the oldest central bank?)

A. ব্যাংক অব ইংল্যান্ড (Bank of England)
B. ব্যাংক অব ভেনিস (Bank of Venice) 
C. রিক্সব্যাংক (Riksbank) 
D. ব্যাংক অব ঈজিপ্ট (Bank of Egypt) 

Answer Keys: 101.D 102.C 103.A 104.C 105.D 106.D 107.D 108.B 109.D 110.B 111.A 112.Α 113.Α 114.D 115.B 116.C 117.D 118.B 119.B 120.C